হাইজাম্পে অলিস্লাগার্সের ঐতিহাসিক স্বর্ণ জয়

গতকাল পর্দা নেমেছে টোকিওতে অনুষ্ঠিত হওয়া ২০তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সমাপনী দিনে টোকিওয়ের আকাশ ছিল মেঘাছন্ন। মাঝে মধ্যে আকাশ ভেঙে নেমেছে ঝুম বৃষ্টি। সাধারণত বৃষ্টির মধ্যে হাইজাম্প করাটা তুলনামূলক ভাবে কঠিন। ভেজা ট্র্যাকে দৌড়াতে কিংবা লাফাতে বেগ পেতে হয় অ্যাথলেটদের। তবে গতকাল যেন সেসবকে তোয়াক্কাই করলেন না অস্ট্রেলিয়ার নারী অ্যাথলেট নিকোলো অলিস্লাগার্স।
নারী হাইজাম্প ইভেটে ভেজা ট্র্যাক, বৃষ্টিতে পিচ্ছিল রানওয়েতে প্রতিকূল পরিবেশে সবাইকে চমকে দিয়ে লাফালেন ২.০০ মিটার, জয় করেন স্বর্ণপদক। এই জয়ে অলিস্লাগার্স তার দুটি ইনডোর বিশ্ব শিরোপার সঙ্গে যোগ করলেন প্রথম আউটডোর বিশ্ব স্বর্ণ।
একই সঙ্গে তিনি নিজের ক্যারিয়ারে বিশ্ব আসরে পূর্ণতা আনলেন। এই জয়ের মধ্য দিয়ে অলিস্লাগার্স অস্ট্রেলিয়ার হয়ে হাইজাম্পে নতুন দিগন্ত খুললেন। এর আগে কোনো অস্ট্রেলিয়ান নারী অ্যাথলেট আউটডোর বিশ্ব হাইজাম্পে স্বর্ণ জিততে পারেননি। বৃষ্টিভেজা টোকিও স্টেডিয়ামে তার জয় তাই রূপ নিয়েছে ইতিহাসে।
যদিও অলিস্নাগার্সের এই লড়াইয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন পোল্যান্ডের মারিয়া জোডজিক। তিনিও গতকাল তার ক্যারিয়ারের সেরা লাফ দিয়েছেন। অতিক্রম করেছেন ২.০০ মিটার। তবে প্রথম দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কাউন্টব্যাকে পিছিয়ে থেকে তাকে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী ইয়ারোস্লাভা মাহুচিখ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তিনি ১.৯৭ মিটার অতিক্রম করে সার্বিয়ার অ্যাঞ্জেলিনা টপিকের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ ভাগাভাগি করেন।
Comments