আসন্ন পাকিস্তান ও নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকা দলে ফিরছেন কুইন্টন ডি কক

দক্ষিণ আফ্রিকার প্রধান উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে দলে ফিরেছেন। তিনি আসন্ন পাকিস্তান ও নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার সাদা বলের দলে থাকছেন। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়ের পর ডি কক ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
তবে সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (CSA) জানিয়েছে, তিনি দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তার এই সিদ্ধান্তে দলের খেলোয়াড়দের মনোবল ও উদ্দীপনা বেড়ে গেছে। কারণ কক অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা খেলবে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই ম্যাচ। উভয় দলেই নাম রয়েছে তার। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার এবং ওডিআই দলের নেতৃত্বে থাকবেন ম্যাথিউ ব্রিটজক। যারা সব ফরম্যাট থেকে বিরতি নিয়েছিলেন, তাদের মধ্যে কেবল করবিন বশ ও ডিউয়াল্ড ব্রেভিস সাদা বলের সিরিজে অংশগ্রহণ করবেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নামিবিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এটি ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। ডি ককের দলে ফেরার সিদ্ধান্তকে দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতা পাকিস্তান এবং নামিবিয়া সফরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করছেন, এতে দক্ষিণ আফ্রিকা সাদা বলের দল আরও শক্তিশালী রূপে মাঠে নামতে পারবে।
Comments