'হৃদয় আজ তার ক্লাস দেখিয়েছে'

সময়টা ভালো কাটছিল না তাওহীদ হৃদয়ের। এশিয়া কাপে আগের ম্যাচগুলোয় রান পেলেও ব্যাটে ছন্দের অভাব ছিল স্পষ্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচটায় ব্যাটিংয়ে নামার আগে ছেড়েছেন ক্যাচ। মানে ভিলেন হওয়ার মঞ্চ তৈরিই ছিল তার জন্য। দল থেকে বাদ পড়াটা ছিল সময়ের ব্যাপার। কিন্তু খাঁদের কিনারে পৌঁছে আহত বাঘের মতোই ফিরলেন হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে নেমে দুর্দান্ত ইনিংসে সমালোচনার জবাব দিলেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ৪৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬১ রান করে ম্যাচসেরা হয়েছেন। তবে, সাইফের বিদায়ের পর বাংলাদেশকে জয়ের রাস্তাটা দেখিয়েছেন তাওহীদ হৃদয়। ১৯তম ওভারে বিদায়ের আগে ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তার বিদায়ের পর জয়ের জন্য টাইগারদের দরকার ছিল ৯ বলে মাত্র ১০ রান।
সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় ব্যাপক সমালোচনার মুখে পড়া হৃদয়ের এমন ইনিংসে হাফ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ। প্রতিভাবান এই ব্যাটারের দারুণ ইনিংস নজর কেড়েছে ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে হার্শা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'তাওহীদ হৃদয় কতটা ভালো সে ব্যাপারে অনেক শুনেছি এবং মাঝেমাঝে তার ছটাও দেখেছি। কিন্তু আজ সে তার ক্লাস দেখালো। শীর্ষ পর্যায়ের ইনিংস।'
একই সঙ্গে শ্রীলঙ্কার স্পিন বোলিংয়ের সীমাবদ্ধতা দেখে হতাশা প্রকাশ করেছেন এই প্রখ্যাত ধারাভাষ্যকার। এক্সে লিখেছেন, 'দীর্ঘদিন পর আমি এমন একটা শ্রীলঙ্কান দল দেখলাম যাদের স্পিন বোলিংয়ে এতোটা সীমিত বিকল্প।'
গতকাল হাসারাঙ্গা ছাড়া কোনো লঙ্কান স্পিনারই প্রভাব বিস্তার করতে পারেননি। এই রহস্য স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করলেও দুনিথ ভাল্লালাগে ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। আরেক পার্টটাইম স্পিনার কামিন্দু মেন্ডিস ১ ওভারেই দিয়েছেন ১৬ রান।
Comments