জয় তুলে নিয়ে যাদের কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে গ্রুপ 'বি' ম্যাচে ৮ রানের জয় পেয়েছে টাইগাররা। দল ব্যাট হাতে ভালো করতে না পারলেও এই জয়টা স্বস্তি দিয়েছে বাংলাদেশের অধিনায়ক লিটনকে।
আবু ধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায়। ওপেনার তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫২ রান করেন। তার সঙ্গে সাইফ হাসান যোগ করেন ৩০। পরে তাওহীদ হৃদয় ২৬ রান করেন, আর শেষ দিকে জাকের আলী (১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) ছোট ক্যামিও খেলেন। তবে শেষ চার-পাঁচ ওভারে রান তোলার গতি মন মতো হয়নি বলে মন্তব্য করেন টাইগার অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে লিটন বলেন, 'জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫-২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। তামিমও (তানজিদ) দারুণ ব্যাট করেছে, শুরুতে ওপেনিং জুটিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।'
জবাবে আফগানিস্তান আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও অধিনায়ক রশিদ খান (১১ বলে ২০) চেষ্টা করলেও মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিয়মিত আঘাতে ম্যাচ বাংলাদেশের দখলে রাখেন। যদিও বেশি কৃতিত্ব ছিল স্পিনার নাসুম আহমেদের ও মাঝের ওভার লেগস্পিনার রিশাদ হোসেনের। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ১৪৬ রানে।
এদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। এ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লঙ্কানদের সঙ্গে সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ। কারণ সেক্ষেত্রে আফগানদের তুলনায় পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে লাল সবুজরা। তবে শ্রীলঙ্কা হারলে প্রসঙ্গ আসবে নেট রান রেটের। কারণ তখন তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪ করে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দু'দল যাবে সুপার ফোরে। ভালো অবস্থানে থাকায় শেষ ম্যাচে জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।
আর আগে ব্যাট করলে আফগানদের জিততে হবে ৬৫ বা তার বেশি ব্যবধানে। আর পরে ব্যাট করলে জয় তুলে নিতে হবে ৫০ বল হাতে রেখেই। কেবল তখনই নেট রান রেটে লঙ্কানদের তুলনায় এগিয়ে যাবে বাংলাদেশ।
Comments