বাংলাদেশ নাকি আফগানিস্তান? পরিসংখ্যান কথা বলছে যাদের পক্ষে

২০২৫ এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ম্যাচগুলোর দিকেও।
পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে আফগানিস্তানকেই। এবারের এশিয়া কাপে পারফরম্যান্সের দিক থেকেও বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে রশিদ খানের দল।
মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে বাংলাদেশ
টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে। সেমিফাইনালে ওঠার জন্য সমীকরণ মেলাতে হতো টাইগারদের। কিন্তু শেষ পর্যন্ত আফগানদের কাছেই হেরে বিদায় নিতে হয় লিটন দাসদের, আর আফগানিস্তান যায় সেমিফাইনালে।
এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে দু'দলের মুখোমুখি হওয়ার ঘটনাও সুখকর নয় বাংলাদেশের জন্য। ২০২২ সালে শারজাহতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা।
সর্বমোট টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে দু'দল। এর মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান, আর চার ম্যাচে জিতেছে বাংলাদেশ।
চলতি আসরে আফগানদের দুরন্ত সূচনা
২০২৫ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তি দেখিয়েছে আফগানিস্তান। হংকংয়ের বিপক্ষে তারা জিতেছে বিশাল ৯৪ রানে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে তাদের নেট রান রেট দাঁড়িয়েছে +৪.৭০০।
অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের নেট রান রেট ছিল মাত্র +১.০০১। এরপর শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারায় তা নেমে যায় -০.৬৫০-এ।
পরিসংখ্যান নয়, দরকার মাঠের লড়াই
সব মিলিয়ে অতীত রেকর্ড ও চলতি আসরের পারফরম্যান্সে এগিয়ে রয়েছে আফগানিস্তান। তবে ক্রিকেটে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। তাই আগামীকাল জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে যদি টাইগাররা নিজেদের সেরা খেলাটা দেখাতে পারে, তবে সম্ভাবনা জেগে থাকবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
Comments