সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। হংকংয়ের বিপক্ষে একটি ছক্কা মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা বনে গেছেন টাইগার অধিনায়ক লিটন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের অধিনায়ক ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপে ছক্কা হাঁকান লিটন। এই ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন এই উইকেটকিপার ব্যাটার।
এদিন মাঠে নামার আগে দুজনের সমান ৭৭ ছক্কা ছিল। ১১১তম ম্যাচ খেলতে নেমে লিটন ৭৮ ছক্কা হাঁকিয়ে শীর্ষে উঠেছেন। এর আগে সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ ৭৭ ছক্কা হাঁকান ১৪১ ম্যাচে। অর্থাৎ মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই এই রেকর্ড নিজের করে নিয়েছেন লিটন।
এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে লিটন-মাহমুদউল্লাহর পর সৌম্য সরকার ৫৫, জাকের আলি অনিক ৩৮, সাকিব আল হাসান ৫৩, তামিম ইকবাল ৪৪, আফিফ হোসেন ৩৮, তাওহীদ হৃদয় ৩৭, মুশফিকুর রহিম ৩৭, তানজিদ তামিম ৩৪ ও সাব্বির রহমান ২৯টি ছয় হাঁকিয়েছেন।
এদিকে হংকংয়ের বিপক্ষে দলের জয় নিশ্চিত করার পথে ৬টি চার ও একটি ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন লিটন। তাতে টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংগ্রাহকের তালিকায়ও দুই নম্বরে উঠেছেন লিটন, এদিক থেকেও তিনি টপকে গেছেন মাহমুদউল্লাহকে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ রান সাকিবের। ১২৯ ম্যাচে ২৫৫১ রান করেছেন তিনি। দুইয়ে থাকা লিটন ১১১ ম্যাচ করেছেন ২৪৯৬ রান। ১৪১ ম্যাচে ২৪৪৪ রান নিয়ে তিনে রিয়াদ। ৭৪ ম্যাচ ১৭০১ রান নিয়ে চারে তামিম ইকবাল ও ১০২ ম্যাচে ১৫০০ রান নিয়ে পাঁচে মুশফিকুর রহিম।
এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ইনিংসে সর্বোচ্চ রান করার দিক থেকেও লিটন এখন দুইয়ে আছেন। ২০১৬ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রহমানের অবস্থান এখনও শীর্ষে। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ৪৮*, সৌম্য ৪৮ ও মোহাম্মদ মিঠুন ৪৭ রান করেছেন।
গতকাল হংকংয়ের লক্ষ্য তাড়ায় লিটন-হৃদয় মিলে গড়েন ৯৫ রানের জুটি। যা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে ২০১৬ সালের মহাদেশীয় আসরে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব-সাব্বির মিলে ৮২ রানের জুটি গড়েছিলেন, যা ছিল সর্বোচ্চ।
Comments