বিজয়ের বেশে ঢাকায় ফিরলো অনূর্ধ্ব ২০ নারী দল

দেশে ফিরেছে অনূর্ধ্ব ২০ নারী দল। রাতে বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেয় ফেডারেশন কর্তারা। এশিয়ান কাপের মূল পর্ব আরও কঠিন তবে সেরাটা দিতে চান অধিনায়ক আফঈদা খন্দকার। আর সেরা দলের বিপক্ষে লড়তে স্কিলের আরও উন্নতির কথা বলেছেন গোলরক্ষক স্বপ্না রানি।
নারী ফুটবলে নিয়মিত ঘটনা। একেকটি মিশন শেষ করে বিজয়ের বেশে দেশে ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে সোমবার রাত দেড়টায় দেশে ফিরে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছে ফুটবলাররা।
বাছাই পর্বে তিন ম্যাচের মধ্যে ২টিতে জিতে থাইল্যান্ডে মূল আসরে খেলবে আফঈদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়ান কাপের টিকিট কাটার পর, বয়সভিত্তিক দলও জায়গা করে নিয়েছে এ আসরে। তাই প্রত্যাশাটাও বেশ বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরো উন্নতির কথা জানান দলটির গোলরক্ষক।
অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল, ওরা আসলে শুধু এশিয়ার না বিশ্বের একটি সেরা দল। ওদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি এটাই আমাদের বড় পাওয়া। এতে করে আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পেরেছি যে, আমরা এখন কোথায় আছি। আমার মনে হয় আমরা কোয়ালিফাই করেছি এই ম্যাচটা খেলার যে অভিজ্ঞতাটা হয়েছে এটা আমাদের পরবর্তী রাউন্ডে কাজে লাগবে।
নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব ২০ দলেরও অধিনায়কের দায়িত্বে আফঈদা খন্দকার। দুটো দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল আসরে। তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকেও পর্যাপ্ত সমর্থন পাবার কথা জানান অধিনায়ক
অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, আমি তো আর একা করতে পারি না, আমাদের পুরো দল। কোচিং প্যানেল, ফেডারেশনের সকল কর্মকর্তাসহ সকলের অবদান ছিল বলেই আমরা এই ভালো রেজাল্ট করতে পেরেছি।
আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে এশিয়ার আরো ১১টি দল।
Comments