শচীনের রেকর্ড নিয়ে আগ্রহ নেই রুটের

ম্যানচেস্টারে ১৫০ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তার উপরে আছেন এখন শুধুই ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এমন অবস্থায় যে কেউই চাইবে শচীনের রেকর্ড ভেঙে নিজের নামটা সবার উপরে রাখতে। তবে রুট জানিয়েছেন শচীনের রেকর্ড ভাঙা নয়, বরং দলের জয়ই তার প্রধান লক্ষ্য।
ভারতের বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ১৫০ রানের ইনিংস খেলে রুট পেরিয়ে গেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। এখন তার সামনে কেবল টেন্ডুলকার, যার রান সংখ্যা ১৫,৯২১। রুটের রান এখন ১৩,৪০৯। তবে এই মুহূর্তে রুট এসব নিয়ে ভাবছেন না।
স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রুট বলেন, 'এগুলো নিয়ে খুব সহজেই আবেগে ভেসে যাওয়া যায়। কিন্তু দিন শেষে, তুমি খেলছো ভারতের বিপক্ষে, যা ক্রিকেটেরই সবচেয়ে বড় সিরিজগুলোর একটি। এটা নিজের কথা ভাবার সময় নয়, এটা হলো এমন একটা জায়গায় দলকে নিয়ে যাওয়া, যেখান থেকে আমরা জিততে পারি।'
তবে এমন বড় মাইলফলকের কথা স্বীকার করতেও ভুল করেননি রুট। তিনি বলেন, 'যখন ওই তালিকাটা দেখি, তখন দেখি সেখানে যারা আছে, তারা সবাই সেই মানুষ, যাদেরকে ছোটবেলায় আমি অনুকরণ করতাম। কখনও বাগানে, কখনও রাস্তায়, কখনও ক্লাবে। এইসব নামের সঙ্গে একই বাক্যে নিজের নাম শুনতে পারা সত্যিই এক মুহূর্ত যেখানে নিজেকে একটু চিমটি কেটে দেখতে হয়।'
এদিকে ম্যানচেস্টার টেস্টে দিনেশ কার্তিকের সঙ্গে আলাপচারিতায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেছেন, ২০২৭ সালের অ্যাশেজে শচীনকে ছাড়িয়ে যাবেন রুট।
ভন বলেন, 'শচীন তো ঈশ্বর। সেটা আমরা সবাই জানি। তবে আমি পুরো বিশ্বাস করি, জো রুট ওকে পেছনে ফেলবে। আমি আমার 'ক্রিস্টাল বল'-এ দেখেছি… ২০২৭ সালের অ্যাশেজের চতুর্থ টেস্টে প্যাট কামিন্স তার কোমর লক্ষ্য করে একটা বল করবে, রুট সেটাকে লেগ গ্লান্স করে ইতিহাস গড়বে। এটাই স্বপ্ন, এটাই ভবিষ্যদ্বাণী।'
Comments