অধিনায়ক হিসেবে শান্তর আরও সময় পাওয়া উচিত ছিল: আকরাম

নাজমুল হোসেন শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া কিংবা হুট করে শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া– এমন ঘটনার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। সিরিজ চলাকালীন নয়, বরং দেশে ফেরার পর এসব সিদ্ধান্ত নেয়া উচিত ছিল বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। সাবেক এই অধিনায়কের মতে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো না হলেও, দলের মাঝে এখনও অস্থিরতা রয়েছে। অধিনায়ক হিসেবে শান্তর আরও সময় পাওয়া উচিত ছিল বলেও মনে করেন আকরাম।
নাজমুল হোসেন শান্ত কেন হঠাৎ করে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন? এ প্রশ্নের সদুত্তর নেই কারও কাছে। তবে, যতটুকু জানা গেছে– ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় অপমানিত বোধ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে খোদ বোর্ড কর্তাদের মনেই।
বিসিবি পরিচালক আকরাম খান বলেন, 'বাংলাদেশের ৯০ শতাংশ লোক কিন্তু পারফরম্যান্সের উপর টিমের নেতৃত্বকে মূল্যায়ন করছে। কিন্তু ওটা কখনো হওয়া উচিত না। বাংলাদেশে দেখবেন, টিম খারাপ করলে অধিনায়ককে বাদ দিয়ে দিচ্ছে। টিম ভালো করলে, খারাপ অধিনায়কত্ব করলেও আমরা অধিনায়কের মেয়াদ বাড়িয়ে দিই। এ জিনিসটা হওয়া উচিত না। অধিনায়ককে তো সুযোগ দিতে হবে। এত তাড়াতাড়ি অধিনায়ক বানানোও উচিত না, তাড়াতাড়ি অধিনায়কত্ব কেড়ে নেয়াও উচিত না। শান্তর ক্যারিয়ার তো শুরুর দিকে, ওর এখনো অনেক বছর আছে ক্রিকেটকে দেওয়ার। শুরুর ধাপে নেতৃত্ব পেল আবার তাকে সরিয়ে দিলো, এটা কিন্তু ব্যক্তিগতভাবে ভালো না।'
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই মাঠের বাইরের এসব কাণ্ডে রীতিমতো রঙ্গমঞ্চ হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। কে কখন কোন দায়িত্ব পাচ্ছেন, কে সরে দাঁড়াচ্ছেন, কাকে বাদ দেওয়া হচ্ছে– এসব মনে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে টালমাটাল অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বোর্ড হিমশিম খাচ্ছে, তা বিভিন্ন সময় কৌশলে অস্বীকার করলেও, এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
আকরাম বলেন, 'বিতর্ক কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে বাংলাদেশ ক্রিকেটকে। সবচেয়ে বড় সমস্যা এটা। শেষ বিশ্বকাপে দেখেন, সেটার জন্য পুরো দল ভুগেছে। এরপর থেকে তো হয়ে যাচ্ছে এবং এগুলো থামছে না। কেউ ত্যাগস্বীকার করে না, কেউ কাউকে সম্মান করে না। আগে বাংলাদেশ দলে এসব ঝামেলা অনেক কম ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে আমরা বেশি আলাপ আলোচনা করছি। যারা যে দায়িত্বে আছে, তারা কিন্তু আরও ভালোভাবে দায়িত্ব পালনকরতে পারতো, আরও ভালোভাবে সিদ্ধান্তগুলো নিতে পারতো।'
এসবেরই প্রভাব পারফরম্যান্সে স্পষ্ট। ব্যর্থতার ঘেরাটোপে বন্দি ক্রিকেট দল। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে চাইলেও যার দায় এড়াতে পারেন না বিসিবি কর্তারা।
Comments