অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ (৪ অক্টোবর) শনিবার, রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিতি বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী এ আয়োজন সকাল ৯:০০ ঘটিকায় শুরু হয়ে পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে রাত ৮:০০ ঘটিকায় শেষ হয়।

উক্ত আয়োজনে প্রারম্ভিক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সভাপতি ডা. মাখদুমা নার্গিস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম, ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদিন আজাদ।

সারাদেশ থেকে আগত দুই সহস্রাধীক শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র্রীয় ফুলকুঁড়ি আসর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, ১০ম জাতীয় শর্টফিল্ম ফেস্টিভাল, বৃক্ষরোপন, মাইন্ড ম্যারাথন সিজন-২, ৯ম জাতীয় দেয়ালিকা প্রতিযোগিতাসহ ভিন্ন ভিন্ন ১১টি প্রতিযোগীতায় ২৫০টির অধিক পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা আবৃত্তি, কোরিওগ্রাফি, থিম সং, নাটিকা, পুঁথিপাঠসহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় শিশুতোষ নাটক "পদ্মা পাড়ের সাজু" মঞ্চায়নের মাধ্যমে। উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন, যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে দেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
Comments