তিশক্যান আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় "পিংক আফটারনুন"

ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস ইভেন্ট গতকাল শনিবার, বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে মেডিকেল, কর্পোরেট এবং ওয়েলনেস কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হন। এছাড়া, সার্টিফায়েড ইন্সট্রাক্টর জিন আয়ান একটি জুম্বা সেশন পরিচালনা করেন।
আলোচনা পর্বে, সার্জন ডা. শিফাত তানজিলা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং উর্মি গ্রুপের পরিচালক ও ব্রেস্ট ক্যান্সার সারভাইভার শামারুখ ফখরুদ্দিন তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। পাশাপাশি উদ্যোক্তা ও টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন সুষম ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

তিশক্যান এর প্রতিষ্ঠাতা নুজহাত তারান্নুম বলেন, "মূলত ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভ্রান্ত ধারণা দূর করা, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করতে উৎসাহিত করা এবং পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে পিংক আফটারনুন আয়োজন করা হয়। আশা করি, সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে যাবেন।"
এই ইভেন্ট এ তিশক্যান এর ফান্ডরাইজিং ইভেন্ট পিঙ্ক কার্নিভাল থেকে অর্জিত পুরো অর্থ একজন ব্রেস্ট ক্যান্সার রুগীকে চিকিৎসার জন্য দান করা হয়।
ব্রেস্ট ক্যানসার মোকাবিলায় এই লড়াইয়ে সবাইকে পাশে নিয়ে এগিয়ে যেতে চায় তিশক্যান।
Comments