ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্ট শামীম হোসেন

ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন ২৮ জুন, শনিবার ক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে শামীম হোসেন ২০২৫-২০২৬ সনের জন্য ৪ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
শামীম হোসেন, দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি রবিন প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর ডিরেক্টর এবং উত্তরা ক্লাবের সাবেক সভাপতি।
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৬ সনের জন্য নির্বাচিত হন। পর্ষদের নব নির্বাচিত সদস্যরা হলেন-
১) তাজবির সালেহিন (সোহেল) ২) মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ ৩) তানভির আহমেদ মিকি ৪) কুজেস্তা নুর-ই-নাহারিন (মুন্নি) ৫) তুহিন রেজা ৬) জনাব নাঈম মো: কাইয়ুম ৭) ইসরাত হেলাল ৮) মোজাহারুল হক শহিদ ৯) মো: আমিনুর রেজা খান (দুলাল) ১০) এহসানুল হক (দিপু)।
Comments