জাতিসংঘের যুব ও ছাত্র সংগঠন ইউনিস্যাবের ১৮তম ব্যাচের নবীনবরণ সম্পন্ন

আগামীর যুব নেতৃত্বের সৃষ্টি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হল জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠন ইউনাইটেড নেশনস ইয়থ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) ১৮তম ব্যাচের নবীনবরণ। ১৮ এপ্রিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এই নবীনবরণ। প্রায় ২০০ অংশগ্রহণকারীর মিলনমেলার মধ্য দিয়ে এসময় সূচনা হলো এক নতুন যাত্রার৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিস্যাব'র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ড. সৈয়দ শেখ ইমতিয়াজ। উপস্থিত ছিলেন, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ প্রধান মো. আব্দুল কাইয়ুম, প্রাক্তন জাতীয় তথ্য কর্মকর্তা এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের প্রধান ডঃ মোঃ মনিরুজ্জামান, ইউনিলিভার বাংলাদেশের গ্রাহক ব্যবসা উন্নয়ন প্রধান মো. শাদমান সাদিকিন, ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিস্যাবের নবীনবরণ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি অর্থবহ যাত্রার সূচনা। পরামর্শদাতাদের নির্দেশনা, প্রাক্তন সদস্যদের প্রজ্ঞা, ও নবাগতদের উদ্যোমের সম্মিলনে ইউনিস্যাব বিশ্বকে একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখবে।
প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত এম. হুমাযুন কবির বলেন, নেতৃত্ব বিষয়টি রাজনীতির পরিমন্ডলের উর্ধ্বে যা সময়, প্রেক্ষাপট এবং প্রয়াসের দ্বারা সৃষ্টি হয়। তিনি বিশ্বাস করেন আদর্শ নেতা পরার্থবাদী, নীতিবান এবং টেকসই লক্ষ্য নির্ধারনে অবিচল থাকে। তিনি আরও বলেন, আপনি তখনই একজন স্বেচ্ছাসেবক হতে পারেন, যখন আপনি জনসেবার প্রতি নিবেদিত থাকেন। ইউনিস্যাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ড. সৈয়দ শেখ ইমতিয়াজ তরুণ্যের সম্ভাবনার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সেই অনুভূতির প্রতিধ্বনি করেন।
ইউনিলিভার বাংলাদেশের বর্তমানে গ্রাহক ব্যবসা উন্নয়ন প্রধান মো. শাদমান সাদিকিন বলেন, যেকোন নতুন অভিজ্ঞতা আপনাকে ভেঙে দেয়, আপনাকে ধরে রাখে এবং আপনাকে গড়ে তোলে। তিনি তার চলার পথের চ্যালেঞ্জ এবং সাফল্যের অভিজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যোখানে ইউনিস্যাব সদস্যদের ঐক্য ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়। অংশগ্রহণকারীরা কবিতা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের বৈচিত্র্যময় কণ্ঠস্বর ও অভিন্ন প্রতিফলন ঘটিয়েছে।
Comments