কথা দিলাম

যেভাবে কথা দিলে হয় প্রিয়
সেভাবে কথা দিলাম
যেভাবে কথা দিলে হয় না অপয়া অপকথা
সেভাবে কথা দিলাম।
কথা দিলাম কবিতার পাতায় পাতায়
কথা দিলাম হৃদয় গাঁর অশ্রু ঝরা শিউলি কথায়
কথা দিলাম পুবে পছিমে উতরে দখিনে একটি বকুল ফোটার অপেক্ষায়...
আমি কথা দিলাম।
Comments