প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, কিসের ইঙ্গিত?

পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ সক্রিয় থাকে এতে। বিপরীতে পানি পান কম হলে নানা সমস্যা দেখা দেয়। তবে পর্যাপ্ত পানি পান হলে প্রস্রাবের রং স্বচ্ছ থাকে। যা শরীরের জন্য সবুজ সংকেত। কিন্তু পানি পানের পরও অনেকেরই প্রস্রাবের রং ঘোলাটে হয়ে থাকে।
সাধারণত ওষুধের প্রতিক্রিয়ার কারণে প্রস্রাবের রং ঘোলাটে বা স্বচ্ছ না হলে অন্য রঙের হয়ে থাকে। কিন্তু চিকিৎসকরা বলছেন, কোনো ধরনের কারণ ছাড়াই যদি প্রস্রাবের রং বদলে যায়, তাহলে বুঝতে হবে শরীরে কোনো জটিল সমস্যা রয়েছে। এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি বিভাগের চিকিৎসক গোপাল রামদাস।
এ চিকিৎসক বলেছেন, প্রাথমিকভাবে ডিহাইড্রেশন বা কিডনিতে কোনো সংক্রমণ হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অন্যান্য কারণেও প্রস্রাবের রং বদলে যায়। তাহলে সেসব কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে নেয়া যাক-
➤ ডিহাইড্রেশন:
শরীরে ফ্লুইডের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভাবে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। এ কারণে প্রস্রাবের রং ঘোলাটে হওয়ার সম্ভাবনা থাকে।
সমাধান:
এ ধনের সমস্যা হলে দিনে অন্তত ৬ থেকে ৮ গ্লাস পরিমাণ পানি পান করতে হবে। তাৎক্ষণিক ফল পাওয়ার জন্য ওআরএস-ও পান করতে পারেন।
➤ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন (ইউটিআই):
মূত্রথলি বা নালিতে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে প্রস্রাবের রং ঘোলাটে হতে পারে। এর সঙ্গে দুর্গন্ধ, ঘন ঘন প্রস্রাবের বেগ আসা এবং প্রস্রাব করার সময় জ্বালা-পোড়া ও অস্বস্তি হওয়া ইউটিআই'র লক্ষণ হতে পারে।
সমাধান:
এ সমস্যা হলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে হবে। অন্যাথায় জটিল হওয়ার সম্ভাবনা থাকবে।
➤ যৌনরোগ:
নারী-পুরুষ উভয়ই যৌনরোগের শিকার হতে পারে। সাধারণত এ ক্ষেত্রে মূত্রনালিতে সংক্রমণ হয়ে থাকে, যা খুবই স্বাভাবিক। এমনটা হলেও প্রস্রাব ঘোলাটে হয়ে থাকে।
সমাধান:
যৌনরোগ হলে প্রাথমিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা আবশ্যক। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
➤ কিডনিতে পাথর:
মূত্রনালিতে অনেক সময় বেশ ক্ষুদ্র ক্যালকুলি বা পাথর জমে থাকে। এ ধরনের পাথর জমলে কোমর-পিঠে যন্ত্রণা হয়, প্রস্রাবের সঙ্গে রক্তও বের হতে থাকে। অনেক সময় প্রস্রাবের রং-ও বদলে যেতে দেখা যায়।
সমাধান:
মূত্রনালিজনিত সমস্যা মনে হলে কালক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Comments