সোশ্যাল মিডিয়ায় মানসিক শান্তি বজায় রাখার উপায়

সোশ্যাল মিডিয়া আমাদের তথ্য পাওয়ার এক বড় উৎস হয়ে উঠেছে। তবে অ্যালগরিদমের কারণে স্ক্রোলিং করতে গেলেই এমন কিছু দৃশ্য বা খবর আসে, যেগুলো আমাদের মানসিক শান্তি মুহূর্তেই নষ্ট করে। সাম্প্রতিক সময়ে সহিংস বা গ্রাফিক ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বেড়েছে। ফলে আপনি এসব অনাকাঙ্ক্ষিত, বিরক্তিকর কনটেন্ট থেকে নিজেকে সরিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তবে চাইলে কিছু সহজ কৌশল মেনে এই চাপ কমানো সম্ভব।
কেন সতর্ক থাকা জরুরি
গবেষণা বলছে, বারবার সহিংস বা ভয়াবহ দৃশ্য দেখা মানসিক চাপে রাখে, উদ্বেগ বাড়ায় এবং অসহায়ত্বের অনুভূতি তৈরি করে। দীর্ঘমেয়াদে এসব প্রভাব আপনার যত্ন নেয়ার মানসিক ক্ষমতাকেও ক্ষয় করতে পারে। নিজের মনোযোগ সুরক্ষিত রাখা মানে বাস্তবতা এড়িয়ে যাওয়া নয়, বরং নিজেকে সুস্থ রাখার একটি সচেতন উপায়।
যেভাবে পচা খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন, ঠিক তেমনি সামাজিক মাধ্যমে পাওয়া সবকিছু চোখে নেয়ার দরকার নেই। প্রতিটি কনটেন্ট গ্রহণ করা আপনার দায়িত্ব নয় এটি মানসিক স্বাস্থ্যের অংশ।
করণীয় পদক্ষেপ: নিচের কয়েকটি অভ্যাস আপনাকে অস্বস্তিকর কনটেন্টের সংস্পর্শ থেকে অনেকটাই বাঁচাতে পারে—
অটো প্লে বন্ধ করুন বা সেনসিটিভ কনটেন্ট সীমিত করুন: ডিভাইস ও অ্যাপ ভেদে এই সেটিংস আলাদা হতে পারে, তাই আপনার ব্যবহৃত অ্যাপ অনুযায়ী সেট করুন।
কিওয়ার্ড ফিল্টার ব্যবহার করুন: বেশিরভাগ প্ল্যাটফর্মেই নির্দিষ্ট শব্দ, বাক্যাংশ বা হ্যাশট্যাগ মিউট বা ব্লক করার সুযোগ থাকে।
ফিড কিউরেট করুন: যেসব অ্যাকাউন্ট বারবার অস্বস্তিকর ছবি বা ভিডিও শেয়ার করে, সেগুলো আনফলো করুন। বরং এমন অ্যাকাউন্ট অনুসরণ করুন যা আপনাকে জ্ঞান, সংযোগ বা আনন্দ দেয়।
সীমা নির্ধারণ করুন: খাবার সময় বা ঘুমানোর আগে ফোন-মুক্ত সময় রাখুন। নিয়মিত বিরতি স্ট্রেস কমাতে এবং মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে।
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আপনার মনোযোগ ধরে রাখতে তৈরি। তাই সব সময় সব বিষয়ে মনোযোগ দেয়ার দরকার নেই। যেসব কনটেন্ট নিজের জন্য ক্ষতিকর মনে করবেন সেগুলো ক্লিক না করে স্ক্রোল করে এড়িয়ে যান। এই অভ্যাস আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। এটা স্যোশাল মিডিয়ায় আপনার অতিরিক্ত সময় নষ্ট ব্যয় করার অভ্যাস কাটিয়ে দিতেও সাহায্য করবে।
সূত্র: সিএনএন
Comments