নখের ক্যানসারে লক্ষণ জেনে নিন

ক্যানসারের নাম শোনামাত্রই সবার আগে মনে পড়ে 'মৃত্যু' শব্দ। এ রোগকে মরণব্যাধি বলা হয়। বিভিন্ন ধরনের ক্যানসার রয়েছে। এর মধ্যে কিছু আমাদের জানা এবং কিছু অজানা। একটি হচ্ছে 'নেইল ক্যানসার' বা নখের ক্যানসার। এটি এমন একটি অবস্থা, যা অধিকাংশ সময়ই বুঝতে পারা যায় না। নখের ক্যানসার 'সাবংগুয়াল মেলানোমা' নামেও পরিচিত।
নখের ক্যানসার ত্বকের ক্যানসারের একটি বিরল ও গুরুতর রূপ, যা নখের নিচে বিকশিত হয়। সাধারণত নখের নিচে লম্বালম্বিভাবে চলমান একটি কালো রেখার মতো। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে নখের ক্যানসারকে নিয়মিত (ক্ষতিকারক) নখের সমস্যা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আক্রমণাত্মক ও মারাত্মক হতে পারে। অন্য সব ক্যানসারের মতো প্রাথমিকভাবে নখের ক্যানসার শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ।
নখের নিচে কালো দাগ বা ব্যান্ড:
নখের ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে নখের নিচে উপর-নিচ বা খাড়াভাবে বাদামি বা কালো দাগ। যা সাধারণত প্রায় ৩ মিলিমিটার চওড়া হয়। যদিও সময়ের সঙ্গে এই দাগ প্রশস্ত হতে পারে। এটি দেখতে ক্ষতের মতো (আঘাতের কারণে যেমন হয়) হতে পারে, কিন্তু ক্ষতের মতো নয়। নখ বড় হওয়ার সঙ্গে এটি সেরে যায় না কিংবা নড়াচড়াও করে না। দাগটি প্রায় ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিতে দেখা যায়। যদিও এটি যেকোনো আঙুলেই হতে পারে।
এটি নিয়মিত ক্ষতের মতো। অনেকেই বিষয়টি অবহেলা করেন বা ধরে নেন, এটি আঘাতের কারণে হয়েছে। কিন্তু আপনি যদি কোনো ধরনের আঘাত ছাড়াই এ ধরনের কালো দাগ খেয়াল করেন বা রেখাটি বড় হয় বা আকার পরিবর্তন করে, তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া গুরুত্বপূর্ণ।
নখ নিচের অংশ (তলা):
নখটি নিচের ত্বক (নখের তলা) থেকে উঠতে শুরু করে বা আলাদা হতে থাকে। এতে নখটি দেখতে এমন হয়, যেন এটি খুলে যাচ্ছে বা খোসা ছাড়ছে। নখ বিচ্ছিন্ন করা অধিকাংশ সময়ই শুরুতে ব্যথাহীন। কিন্তু পরবর্তীতে ক্যানসারের অগ্রগতির সঙ্গে অস্বস্তিকর ও বেদনাদায়ক হতে পারে। এ লক্ষণ প্রায়ই অবহেলা করা হয়। মানুষজন মনে করেন হয়তো কোনো আঘাতের কারণে নখ ক্ষতিগ্রস্ত বা সংক্রমিত হয়েছে। কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়াই এ ধরনের সমস্যা হলে তা উদ্বেগের কারণ এবং চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
নখের বিবর্ণতা:
নখের ক্যানসারের কারণে নখের সাধারণ বিবর্ণতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে। যেমন কালো, বাদামি কিংবা লালচে হতে পারে। কখনো কখনো নখের চারপাশের ত্বকও কালো হতে পারে বা রঙ পরিবর্তন হতে পারে। যা হাচিনসনের চিহ্ন নামে পরিচিত একটি সতর্ক চিহ্ন। এর অর্থ হচ্ছে, রঞ্জকটি নখের বাইরের সংলগ্ন ত্বকে প্রসারিত হয়। নখের ভেতরে বা চারপাশের রঙ কালো বা অস্বাভাবিক পরিবর্তন বেশ সূক্ষ্মভাবে লক্ষ্য করা যায় এবং তা সহজেই এড়িয়ে যাওয়া হতে পারে। বিশেষ করে যাদের ত্বকের রং স্বাভাবিকভাবেই কালো।
নখ বিকৃতি:
নখের ক্যানসারের কারণে নখ পাতলা, ফাটল, বিভক্ত বা বিকৃত হতে পারে। নখের প্লেট বা নখের শক্ত অংশ অনিয়মিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো নখে গর্ত তৈরি হয় এবং তা স্বাভাবিক বৃদ্ধি বন্ধ করে। এসব পরিবর্তন প্রায়ই ছত্রাকের সংক্রমণ বা আঘাত বলে ভুল ভাবা হয়। যদি চিকিৎসা ছাড়াই এসব অব্যাহত থাকে বা পরিস্থিতি খারাপ হয়, তাহলে এটি ক্যানসারের ইঙ্গিত দিতে পারে। নখ বিকৃতি ও অন্যান্য লক্ষণ যেমন বিবর্ণতা বা ব্যথার মতো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
রক্তপাত:
নখের ক্যানসার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নখের নিচে রক্তপাত, আলসার বা নখের প্লেটের নিচে ছোট ছোট পিণ্ড (নোডিউল) দেখা যেতে পারে। এ লক্ষণগুলো ক্যানসার গভীর টিস্যুগুলোকে প্রভাবিত ও ক্ষতি করার ইঙ্গিত দেয়। নখের নিচে রক্তপাত বা আলসার সাধারণ কোনো বিষয় নয় এবং এটি যন্ত্রণাদায়ক হতে পারে। যা সহজেই নিরাময় যোগ্য নাও হতে পারে। এই লক্ষণগুলো থাকলে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন।
Comments