খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনটি আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ বছর তিনি প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন। দিনাজপুর-৩ আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। একই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা সভাপতি রেজাউল করিম। অন্যদিকে ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ঝুঁকি এড়াতে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Comments