রিলস ভিডিও দেখে নিখোঁজ স্বামীর সন্ধান!

সময়টা ২০১৭ সালের এপ্রিল, ৩২ বছর বয়সী জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর সঙ্গে বিয়ে হয়েছিল শীলু দেবীর। ভারতের উত্তর প্রদেশের হারদোই জেলার বাসিন্দা শীলু যখন সন্তানসম্ভবা, ঠিক তখন তার স্বামী বাবলু হঠাৎই 'নিখোঁজ' হন। এ নিয়ে সে সময় স্থানীয় থানায় রিপোর্টও দায়ের করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই খোঁজ মিলছিল
এদিকে বাবলুর পরিবার তাকে খুঁজতে সহায়তার বদলে উল্টো শীলার বিরুদ্ধে বাবলুকে খুন করে লাশ গুমের অভিযোগ তুলেন। তবে দীর্ঘ সময়েও হত্যার কোনো ক্লু কিংবা লাশের সন্ধান না মেলায় বিষয়টিও চাপা পড়ে যায়। পরবর্তীতে একে একে কেটে যায় ৭ বছর। দীর্ঘ এই সময়ে স্বামীকে হত্যার 'সন্দিগ্ধ আসামি' হয়েই একমাত্র ছেলেকে লালন-পালন করেন শীলা।
অবশেষে সম্প্রতি ৩০ সেকেন্ডের একটি ইনস্টাগ্রাম রিলসে সন্ধান মেলে 'মৃত' ধরে নেয়া বাবলুর। যেখানে তাকে আরেক নারীর পাশে দেখা যায়। রিলস ভিডিওতে স্বামীকে শনাক্ত করে বিষয়টি পুলিশকে জানান শীলা। এরপরই বেরিয়ে আসে 'মৃত' বাবলুর জীবিত হওয়ার রহস্য।
ইনস্টাগ্রাম রিলের সূত্র ধরে অনুসন্ধানে পুলিশ জানতে পারে, ২০১৮ সালে আত্মগোপনে চলে যাওয়ার পর লুধিয়ানায় একটি কাপড়ের কারখানায় কাজ নেন বাবলু। সেখানে দ্বিতীয় বিয়েও করেন। এরপর থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকছিলেন।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির আওতায় বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে প্রতারণা করে তার নতুন জীবন শুরু এবং নিরুদ্দেশ হওয়ার সব তথ্যও সংগ্রহ করেছে পুলিশ। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Comments