চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কায়েতপাড়া মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে কায়েতপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেতের ভেতরে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে গ্রাম পুলিশ, স্থানীয় পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Comments