ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: সুনামগঞ্জের ডিসি
হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসলের সুরক্ষা নিশ্চিতে ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, কৃষকের একমাত্র বোরো ফসলের সুরক্ষায় কোনো ছাড় নেই। কেউ যদি কাজে ফাঁকি দেয় বা অনিয়মের আশ্রয় নেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৭ জানুয়ারি দিনব্যাপী জেলার দিরাই উপজেলার বরাম ও চাপতি হাওরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নির্মাণ কাজ ও গুরুত্বপূর্ণ ক্লোজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক এদিন দিরাইয়ের বরাম ও চাপতি হাওরের ৭৭, ৭৯ ও ৮০ নম্বর পিআইসির আওতাধীন বাঁধ এবং চাতল ক্লোজারের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় কাজের গুণগত মান বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস মিয়া বলেন, দিরাই উপজেলার বিভিন্ন হাওরের ক্লোজারগুলোর কাজের অগ্রগতি বর্তমানে সন্তোষজনক। তিনি বলেন, এখন পর্যন্ত গড়ে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দিন দিন কাজের গতি বাড়ছে। হাওর থেকে পানি যত দ্রুত নামছে, বাঁধের কাজের পরিধিও তত বাড়ছে।
ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টেকসই বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। হাওরের মানুষের জীবন-জীবিকা এই বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই বাঁধের কাজে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।
পরিদর্শনকালে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
Comments