খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন স্থানীয়রা।
৭ জানুয়ারি সকাল ১০টায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেন।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেতার মৃত্যু নিয়ে এমন মন্তব্য চরম অসৌজন্যমূলক ও নিন্দনীয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে অধ্যক্ষ মাদ্রাসার প্যাডে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয়দের পাশাপাশি এক সংবাদকর্মীকে মামলা করার হুমকি দেন বলে অভিযোগ উঠে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এছাড়া মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনকে পদ থেকে অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।
Comments