ময়মনসিংহে টিকেট কালোবাজারির অভিযোগে ট্রেনের স্টুয়ার্ট গার্ড আটক
ময়মনসিংহের রেলওয়ে জংশন থেকে টিকেট কালোবাজারির অভিযোগে মো. মানিক মিয়া (৩১) নামে হাওড় এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ট গার্ডকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত স্টুয়ার্ট গার্ড মানিক মিয়া নেত্রকোনা জেলার নেত্রকোনা জেলার বারহা্ট্টা থানার ছানিপুড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয় । ময়মনসিংহ রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন আটককৃত মানিক মিয়া দীর্ঘদিন ধরে ট্রেনের টিকেট কালোবাজারির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে পৌছলে মানিক মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কোচ নম্বর ঙ এর ৪ টি প্রিন্ট করা টিকেটে ১৬ টি আসন পাওয়া যায়। এই টিকেট গুলো তিনি ট্রেনের ভিতরেই যাত্রীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন।
রেলওয়ের ওসি আকতার হোসেন আরও বলেন মানিক মিয়া দীর্ঘ দশ বছর ধরে হাওড় এক্সপ্রেস ট্রেনে স্টুয়ার্ট গার্ডের চাকরি করছেন। আটককৃত স্টুয়ার্ট গার্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments