ভালুকা পল্লী বিদ্যুতের খুঁটি সংরক্ষণ স্টোরে অগ্নিকাণ্ড
ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতের খুঁটি সংরক্ষণে স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ত্রিশ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলার সীডস্টোর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
ভালুকায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন সংবাদ পাই সীডস্টোর বাজারে পল্লী বিদ্যুৎ এর খুঁটি সংরক্ষণে স্টোরে কাঠের এ্যাংকার লকে আগুন লেগেছে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আতিকুর রহমান আর ও বলেন ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবো। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর স্টোর কিপার মো হারুন অর রশিদ বলেন এ ঘটনা তদন্ত কমিটি হবে। তদন্ত সাপেক্ষে বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।
Comments