আওয়ামী লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল আরেক আওয়ামী লীগ নেতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে দলটির এক উপদেষ্টা! জামালপুর শহরের এই ঘটনা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার পতনের পর স্থানীয় প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় নানা অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর পৌর কমিটির ৮ নম্বর ওয়ার্ড উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রশিদ চাঁন বিগত সরকারের সময় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর প্রভাব খাটিয়ে সরকারি দপ্তরসহ বিভিন্ন স্থানে নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তার অত্যাচারে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা এলাকা ছাড়া হয়েছিলেন।
শেখ হাসিনা পালানোর পর রাতারাতি তিনি বদলে যান। স্থানীয় ওয়ার্ড বিএনপির প্রভাবশালী এক নেতার ছত্র ছায়ায় তার বিরুদ্ধে সেই পুরনো প্রভাব বিস্তার শুরুর অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের আলোচিত এই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে গত ৫ জানুয়ারি শহরের দেওয়ানপাড়া এলাকায় পুলিশ নিয়ে পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ইউনিটের সভাপতি লিটনুজ্জামানকে ধরিয়ে দেন।
আওয়ামী লীগ নেতা লিটনুজ্জামান ওই দিন ভূমি সংক্রান্ত কাজে সহকারী কমিশনার (ভূমি)'র কার্যালয়ে যান এবং কাজ শেষে বের হবার পর তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা হয়ে আওয়ামী লীগের আরেক নেতাকে ধরিয়ে দেওয়ার ঘটনা মুহূর্তেই টক অব দ্যা টাউনে পরিণত হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের আলোচিত উপদেষ্টা আব্দুর রশিদ চানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
Comments