কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কারখানা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্ট সংলগ্ন গলির শেষ প্রান্তে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কারখানায় নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েকটি এলাকা পর্যন্ত শোনা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত সাব্বির রহমান পাবনা সদর থানার কোলাদী গ্রামের বাসিন্দা। তিনি শরিফুল ইসলামের ছেলে। ঘটনার পর তার লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার উৎপাদনে ব্যবহৃত দাহ্য রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, তা তদন্ত না করে নিশ্চিত করা যাচ্ছে না।
ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। কারখানাটির লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ও রাসায়নিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
দুর্ঘটনার পর এলাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানার নিরাপত্তা ও নজরদারি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত এসব কারখানার কার্যক্রম পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা।
Comments