রাত জেগে গারো পাহাড়ে বালু কারবারি ধরলেন ইউএনও, ২ জনের কারাদণ্ড
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) ভোর সকালে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এর আগে গভীর রাতে তথ্য পেয়ে শেষ রাত পর্যন্ত জেগে পাহারা দিয়ে ভোরে তাদের আটক করা হয়।
অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হালচাটি গ্রামের জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। একইসাথে বালুভর্তি একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও চারটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী উপজেলার বিভিন্ন নদী, খাল, ঝোড়া থেকে অনুমোদিতভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। আজ ভোরে কয়েকটিস্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। পরে বালুভর্তি একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও চারটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।
এসময় বালু পরিবহনের দায়ে দুইজন চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জসিম উদ্দিনকে ২৫ দিন ও রাকিবুল ইসলামকে ৪৫ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যগণ।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Comments