ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণ
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারী) সকাল ১০টায় স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন বই ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন শিক্ষার্থীদের হাতে বই ও কম্বল তুলে দেন। বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান, সাংবাদিক আজমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সঠিক পরিচর্যা ও শিক্ষার সুযোগ পেলে সমাজের গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। তাদের এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বক্তারা প্রতিবন্ধীদের শিক্ষা ও উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
Comments