পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীরা নিজেদের স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা সড়ক সংস্কার করেছে। রবিবার (৪ জানুয়ারী) সকাল ৮ টায় পিরোজপুর-নামাজপুর-ইন্দুরকানী সড়কের বলেশ্বর ব্রীজ সংলগ্ন এলাকার ভাঙ্গা সড়ক পৌর জামায়াতের উদ্যোগে সংস্কার করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামের ৪ দফা কর্মসূচির মধ্যে সমাজ সংস্কারের অংশ হিসেবে পিরোজপুরে এ ভাঙ্গা রাস্তা মেরামত করেন নেতাকর্মীরা।
পিরোজপুর পৌরসভার এ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় এ পথে চলাচলকারী সাধারণ লোকজন ভোগান্তিতে ছিল। জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।
সংস্কার কাজে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক ও পিরোজপুরে পৌর জামায়তের আমির ইসহাক আলী খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, জামায়াত ইসলামীর পক্ষ থেকে এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
Comments