কেরানীগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ঝাউচর এলাকায় মন্নাফ বেপারী জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক স্বতন্ত্র প্রার্থী জনতার চেয়ারম্যান সজিব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, কেরানীগঞ্জের উন্নয়নের ভিত্তি বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সূচিত হয়েছিল। এ জনপদের মানুষের কল্যাণে তিনি সবসময় চিন্তিত ছিলেন।
কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, শাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Comments