সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজে গতি বাড়ানোর তাগিদ দিলেন ডিসি
সুনামগঞ্জের বোরো ফসলের সুরক্ষা নিশ্চিত করতে ফসলরক্ষা বাঁধের কাজে গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, কৃষকের মুখে হাসি ধরে রাখতে বাঁধের কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে কাবিটা নীতিমালার আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বাঁধ নির্মাণের বর্তমান অগ্রগতি এবং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি বাড়ানোর তাগিদ দেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক জসিম উদ্দিন, শহীদনূর আহমেদ, তানভীর আহমেদ, সিএনআরএস প্রতিনিধি সাইফুল চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। বাঁধের কাজে স্বচ্ছতা বজায় রাখতে স্থানীয় কৃষকদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্তমান সময়ে দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু সুনামগঞ্জের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আমাদের সামনে চ্যালেঞ্জ দুটি- একটি হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, আর অন্যটি হচ্ছে কৃষকের ফসলের সুরক্ষা দেওয়া অর্থাৎ ফসলরক্ষা বাঁধ নির্মাণ। আমাদের জন্য এই দুটি কাজই সমান গুরুত্বপূর্ণ এবং তা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে।
বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, হাওরের বোরো ফসল আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তাই কোনোভাবেই বাঁধের কাজে ধীরগতি বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। নির্বাচনের ব্যস্ততার মাঝেও বাঁধের কাজের তদারকিতে কোনো ঘাটতি রাখা চলবে না।'
সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হক, সালেহীন চৌধুরী শুভসহ বিভিন্ন উপজেলার উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
Comments