খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএনপির শোক কর্মসূচি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিকে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবা ও গোবিপ্রবি ট্রেজারার।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম জিয়ার মৃত্যু খবর শোনার পর দলীয় কর্যালয়ে হাজির হন নেতাকর্মীরা। পরে নতুন বাজার সুপার মার্কেটে দোতলায় বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে দলটি। পরে সেখানে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি খতম করা হয়। এরপর বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গোটা বিএনপি পরিবার।
এসময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ডাক্তার কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াদ উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে
অন্যদিকে, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র (৮০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। শোক বার্তায় তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বিশ্বাস ও চর্চা করে গিয়েছেন উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি। এ জাতি আজীবন ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর বলেন, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পূর্ণ করা সম্ভব নয়। তারপরেও আমরা শোককে শক্তিতে রুপান্তর করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তার সুযোগ্য পুত্র তারেক রহমান বিএনপির হাল ধরে গণতন্ত্র সমুন্নত রাখবেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, বেগম জিয়ার মুত্যতে আমরা গভীরভাবে শোকাহত। তার জানাজায় গোপালগঞ্জ জেলা বিএনপি অংশ নিবে। যে কারনে নেতাকর্মীদের কোন নিয়মের মধ্যে রাখতে চাই না। যারা যেতে চান তারা সকলেই যেতে পারবেন।
Comments