গোপালগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন
গোপালগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছে গোপালগঞ্জ সরকারী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনের সড়কে দাঁড়িয়ে সকাল ৯ টায় থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এসময় সকল ধরনের ল্যাবরেটরি টেস্ট এবং ঔষধ বিতরণের মতো জরুরি পরিষেবাগুলো বন্ধ রাখেন।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এ কর্মসূচির ফলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ল্যাবরেটরি টেস্ট এবং ঔষধ বিতরণের মতো জরুরি পরিষেবাগুলো কার্যত বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।
আন্দোলন চলাকালে ফার্মাসিস্ট রনজিৎ কুমার ভৌমিক বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির কথা জানালেও সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলপ্রসূ কোনো উদ্যোগ নেয়নি। দাবি পূরণ না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচি পালনের হুমকি দেন তারা। #
Comments