খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,
শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি প্রমুখ।
দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন বলেন, আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা দীর্ঘদিন যাবত অসুস্থ। তার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আমরা চাই আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে দেশের সেবা করুক।
Comments