প্রবাসীকে 'মারার' হুমকি দিয়ে বিতর্কে ফরিদপুরের ছাত্রনেতা জনি বিশ্বাস
ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং সাবেক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসের বিরুদ্ধে এক সৌদি প্রবাসীকে মারধর করার প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির শিকার প্রবাসী মোহাম্মদ নজরুল শেখ দেশে ফেরা ও নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ঘটনার সূত্রপাত হয় গত ২৬ নভেম্বর সন্ধ্যায় চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ ফয়েজ আহম্মেদকে (৪৮) জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হলে।
গ্রেফতারের পর ২৮ নভেম্বর ছাত্রনেতা জনি বিশ্বাস তাঁর ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক শেখ ফয়েজ আহম্মেদের গ্রেপ্তার নিয়ে সমালোচনা করেন। এ সময় তিনি চ্যালেঞ্জ করে বলেন, "জুলাই আন্দোলনের যে সকল নামধারী নেতারা আছে যারা বলতেছে সাংবাদিক শেখ ফয়েজ ভাই আওয়ামী লীগের দোসর। কেউ যদি প্রমাণ করতে পারে সে আওয়ামী লীগের দোসর তাহলে আমি জনি ফরিদপুরে গলায় জুতার মালা নিয়ে ঘুরবো।"
তাঁর এই বক্তব্য ভাইরাল হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ফরিদপুরের নেতারা সহ সর্বস্তরের সাধারণ মানুষ সমালোচনা করে বলেন, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তথাকথিত সাংবাদিক শেখ ফয়েজ সরাসরি আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে হামলায় অংশ নেন। এমন পরিস্থিতিতে শেখ ফয়েজ আহম্মেদকে পক্ষে অবস্থান নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।
জনি বিশ্বাসের ফেসবুক লাইভের নিচে সৌদি প্রবাসী মোহাম্মদ নজরুল শেখ মন্তব্য করেন, "তারমানে নিক্সন ভালো মানুষ"। এই মন্তব্যের পরই বিতর্কের মোড় নেয়।
অভিযুক্ত ছাত্রনেতা জনি বিশ্বাস পরে তাঁর ফেসবুকে মোহাম্মদ নজরুল শেখকে নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, প্রবাসী মোহাম্মদ নজরুল শেখকে তিনি "যেখানেই পাবে সেখানেই মারবেন" এবং তাঁকে অশালীন ভাষায় গালাগালি করেন।
ফরিদপুর সদর পৌরসভার শিবরামপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নজরুল শেখ এই প্রকাশ্যে হুমকির পর ব্যাপক দুশ্চিন্তায় পড়েন। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবেদককে জানান, "জনি বিশ্বাস আমাকে মারার হুমকি দেয়, আমাকে যেখানে পাবে সেখানে মারবে এমন বলে এবং গালাগালি করে। ফলে আমি অনেক আতঙ্কিত, দেশে ফিরতে ভয় পাচ্ছি। আমার বাবা-মা আমাকে নিয়ে বেশ দুশ্চিন্তা করছে এবং অসুস্থ হয়ে পড়ছেন।" এ বিষয়ে জানতে চাইলে ছাত্রনেতা জনি বিশ্বাস ফোনে জানান, তিনি ব্যক্তিগতভাবে মোহাম্মদ নজরুল শেখকে চেনেন না। তিনি অভিযোগ করেন, নজরুল শেখ তাঁর বিভিন্ন পোস্টে "দালাল মালাল" লিখে আজেবাজে মন্তব্য করেন।
জনি বিশ্বাস বলেন, "ও আমার অধিকাংশ পোস্টে কমেন্ট করে। যেই পোস্ট করি সেই পোস্টে আমাকে দালাল বলে। ফলে এই কারণে আমার একটু মাথা গরম ছিল। আমি রাগের বসে ওকে বলছি ওকে মারবো। আমার মাথা গরম ছিল ফলে আমি বলে ফেলছি।"
Comments