চুয়াডাঙ্গা'র নবাগত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলামের যোগদান
চুয়াডাঙ্গা জেলায় ৩০ তম পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলাম যোগদান করেছেন। রবিবার (৩০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করো। নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলায় পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবাগত পুলিশ সুপার সকাল সাড়ে নয়টায পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে জেলা পুলিশের চৌকস দল "গার্ড অব অনার" প্রদান করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
Comments