স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সাইকেল, মোবাইল ও নগদ টাকা নিয়ে পালাল চোর
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে গত ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় এক চুরির ঘটনা ঘটেছে। লাল ব্যাগ হাতে থাকা এক তরুণ একটি সাইকেল, সাইকেলের ব্যাগে রাখা নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এই ঘটনার পর চোরকে শনাক্ত করতে এবং চুরি যাওয়া জিনিস উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী কল্পনা, মিজানুর রহমান জানায় , ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই তরুণ লাল রঙের একটি ব্যাগ হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে এবং সুযোগ বুঝে চুরির ঘটনা ঘটায়।
একটি সাইকেল, সাইকেলের ব্যাগে রাখা নগদ টাকা দুটি মোবাইল ফোন ভুক্তভোগীরা জানিয়েছেন, হাসপাতাল চত্বরের মতো সুরক্ষিত এলাকা থেকে এভাবে দিনেদুপুরে চুরি হওয়ায় তাঁরা চরম আতঙ্কিত।
ভুক্তভোগীরা এই চুরির ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। লাল ব্যাগ হাতে থাকা এই তরুণকে কেউ চিনতে পারলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষ বা ভুক্তভোগী পরিবারকে জানাতে অনুরোধ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং চোরকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
Comments