মালদ্বীপে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আমিনুল ইসলাম রতন
মালদ্বীপে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ৫ বারের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইটনা কিশোরগঞ্জ জেলার অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। মালদ্বীপ ভ্রমণকালে শুক্রবার (১৬ জানুয়ারি) অষ্টগ্রাম উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সভাপতি নূর হোসাইন পারভেজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির আহম্মদ ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল খান।
অনুষ্ঠানে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কৌশল, দলীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রবাসীদের ভোটাধিকার ও ভোটার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।
এ অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সোহেল রানা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন প্রবাসী নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দুই দিনের ব্যক্তিগত সফরে তিনি মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে সিনিয়র নেতাদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেবেন।
Comments