প্রবাসী অধিকার ও কল্যাণে মালদ্বীপ ইমিগ্রেশনের সঙ্গে হাইকমিশনারের বৈঠক
শুক্রবার (১৬ জানুয়ারি) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ ইমিগ্রেশন কার্যালয়ে দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সিপি (অব.) আহমেদ ফাসীহ-এর সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
বৈঠকে মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ই-ভিসা সিস্টেম ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ চালুর অগ্রগতি সম্পর্কে অবহিত করে। জানানো হয়, প্রাথমিক কারিগরি সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এবং ভবিষ্যতে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে বৈধ ভিসাধারীদের নির্ধারিত ফি'র মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসায় রূপান্তরের ব্যবস্থাও কার্যকর করা হচ্ছে।
হাইকমিশনার প্রবাসী শ্রমিকদের শোষণ, প্রতারণা ও তথাকথিত 'ফ্রি-ভিসা' প্রথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ন্যায্য বেতন বাস্তবায়ন, নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা, সহজলভ্য চিকিৎসা সেবা এবং প্রতারণায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন।
ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল জানান, যাচাই সাপেক্ষে প্রতারণায় জড়িত নিয়োগকর্তা ও কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের LRA-এ অভিযোগ দায়েরের জন্য উৎসাহিত করা হবে।
বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
Comments