শতাধিক প্রবাসী পেলেন পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সেবা
মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর আড্ডু সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সরাসরি কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ১–৪ জানুয়ারি আড্ডু সিটি সফর করে এ সেবা প্রদান করে।
সফরকালে আড্ডু সিটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের শতাধিক পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করা হয়। পাশাপাশি পোস্টাল ভোট (BD App)–এ নিবন্ধনে সহায়তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ড বিতরণ করা হয়।
হাইকমিশনের প্রতিনিধি দলে আরও ছিলেন কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ, হাইকমিশনারের ব্যক্তিগত সহকারী হাবিবুর রহমান এবং কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
আড্ডুতে বসবাসরত প্রবাসীরা জানান, পাসপোর্টসহ কনস্যুলার সেবা গ্রহণের জন্য রাজধানী মালেতে যাতায়াত করতে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয় এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য। এমত অবস্থায় হাইকমিশনের পক্ষ থেকে সরাসরি আড্ডু সিটিতে এসে সেবা প্রদান করায় তারা গভীর সন্তোষ প্রকাশ করেন।
প্রবাসীরা আরও বলেন, অনেকেই স্বল্প বেতনে কর্মরত থাকায় মালেতে গিয়ে সেবা গ্রহণ করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে আড্ডু সিটির পাশাপাশি আশপাশের অন্যান্য দ্বীপেও এ ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম সম্প্রসারিত হবে। প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ সরকারের আন্তরিকতা, দায়বদ্ধতা ও প্রবাসীবান্ধব নীতির বাস্তব প্রতিফলন বলে মন্তব্য করেন তারা।
Comments