বার্লিনে দূতাবাসের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকবইতে সই
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মরণে শোকবইতে সই কর্মসূচির আয়োজন করা হয় জার্মানির বার্লিনে।
বুধবার বিকেলে বার্লিনের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন ছাড়াও শোক বইতে সই করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সাবেক সভাপতি মো: জসিম সিকদার, জার্মান বিএনপির সিনিয়র নেতা আব্দুর রউফ মাস্টার, আবু হানিফ, গিয়াসউদ্দিন, অপু চৌধুরী, মোসলেহ উদ্দিন, মাসুরুল আলম বাবলি, মোহাম্মদ আলি জীবন, পলাশ হানিফ, নূর চৌধুরী জিয়া ছাড়াও যুবদল নেতা রুহেল আহমেদ, আসিফ আহমেদ, সোহেল চৌধুরী একরাম হোসেন ও ইফতি সোহাগহ সর্বস্তরের প্রবাসীরা।
এসময় প্রয়াত বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন রাষ্ট্রদূতসহ উপস্থিত সকলে। শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Comments