রোম দূতাবাসের আয়োজনে ইতালিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ইতালিতে রোমস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসের কর্মসূচির শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে পাঠ করা হয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী।
আলোচনা সভায় রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রবাসেও দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "প্রবাসে থেকেও আমাদের প্রতিটি কর্মে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটাতে হবে।"
এসময় প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মতামত ব্যক্ত করেন।
প্রবাসী কমিউনিটি নেতা মান্নান হীরা বলেন, "বিদেশের মাটিতে বিজয় দিবস উদযাপন আমাদের সন্তানদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।"
ইতালি প্রবাসী মোঃ রাসেল বলেন, "এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে।"
তরুণ প্রজন্মের প্রতিনিধি টুম্পা আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, "আমরা যারা প্রবাসে বড় হচ্ছি, তাদের জন্য এই আয়োজনগুলো মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প জানার অনুপ্রেরণা।"
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে মহান বিজয়ের চেতনা ফুটে ওঠে।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় দিবস উদযাপনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
Comments