মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে হাইকমিশন প্রাঙ্গণে এই কর্মসূচি হয়।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এই ঐতিহাসিক দিনটির স্মরণে সকাল ৯টা ৩০ মিনিটে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ ও রাষ্ট্রদূতের ব্যাক্তিগত সহকারী হাবিবুর রহমানসহ বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পাশাপাশি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, মহান বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে স্মরণীয় করে রাখতে এই প্রথমবারের মতো লাল-সবুজের আলোকসজ্জায় বর্ণিল রূপে সজ্জিত করা হয় বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবন।
মহান বিজয় দিবসের এই আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করে তোলে।
Comments