পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
আগামী ২৮ ডিসেম্বর লিসবনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে Casa Do Bangladesh (কাজা দো বাংলাদেশ)।
এ উপলক্ষে ১৪ ডিসেম্বর লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে অবস্থিত Casa Do Bangladesh–এর আয়োজনে সংবাদ সম্মেলন হয়। এতে সংগঠনের সভাপতি রনি হোসাইন জানান, এ বছর লিসবনের Mercado de Culturas হল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তিনি আরও জানান, অনুষ্ঠানে আলোচনা সভা, শিশু-কিশোরদের পরিবেশনা, বাংলাদেশি সংস্কৃতিনির্ভর স্টল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
সংবাদ সম্মেলনে Casa Do Bangladesh–এর উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ (প্রিন্স), ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতা, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।
Comments