মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে পালিত হলো জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস
বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসের কর্মসূচির শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ প্রবাসীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্রদূত ডঃ মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, '১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতিকে আরও শক্তিশালী করেছে এবং স্বাধীনতার চেতনাকে অম্লান করে রেখেছে'।
তিনি আরও বলেন, জাতির বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁদের আদর্শ, মূল্যবোধ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নৃশংসতা এবং এর পেছনের রাজনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা গভীর আবেগ ও শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন। তারা বলেন, প্রবাসে থেকেও জাতীয় দিবসগুলো পালন করার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
Comments