প্রবাসীদের পোস্টাল ব্যালট সেবায় বিশেষ সুবিধা ঘোষণা করেছে মালদ্বীপ পোস্ট অফিস
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ডাকসেবা ও নির্বাচনী সহায়তা আরও সহজ ও কার্যকর করতে বাংলাদেশ হাইকমিশন এবং Maldives Post-এর মধ্যে গঠনমূলক ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মালেতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ডাক প্রশাসনের মধ্যে সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম এবং Maldives Post-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শফীক। শুরুতে হাইকমিশনার Maldives Post-এর সার্বিক সেবা কাঠামো, দ্বীপভিত্তিক শাখার কার্যক্রম এবং ব্রাঞ্চবিহীন দ্বীপগুলোতে এজেন্ট–ভিত্তিক সেবা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত অবহিত হন। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের ডাকভোট (Postal Ballot) যথাসময়ে পৌঁছে দেওয়ার গুরুত্বও তুলে ধরেন।
প্রতিক্রিয়ায় Maldives Post-এর ব্যবস্থাপনা পরিচালক সারাদেশব্যাপী তাদের লজিস্টিক নেটওয়ার্ক, ই-কমার্স কার্যক্রম, এজেন্সি-ভিত্তিক সেবা এবং রাজধানী মালেতে ছয়টি আউটলেটসহ সামগ্রিক অপারেশন নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জানান—Maldives Post-এ বর্তমানে ২৮০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন, যা এজেন্টসহ প্রায় দ্বিগুণ হয়ে যায়।
বৈঠকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালট সেবা নিশ্চিত করতে Maldives Post বিশেষ সুবিধার ঘোষণা দেয়। মালদ্বীপে ব্যালট পেপার পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভোটারদের এসএমএস ও ফোনে জানানো হবে। ব্যালট বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং ভোটাররা রাত ৯টা পর্যন্ত রিটার্ন ব্যালট জমা দিতে পারবেন।
বাংলাদেশ হাইকমিশনার বাংলাদেশ পোস্ট অফিস ও Maldives Post-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব করেন। এই MoU দুই দেশের ডাক প্রশাসনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, ডাকসেবা উন্নয়ন, জনবান্ধব কার্যক্রম ও ডিজিটাল ডাকব্যবস্থা শক্তিশালী করার নতুন সুযোগ সৃষ্টি করবে। Maldives Post প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করে এবং পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করে।
বৈঠকে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর মোঃ সোহেল পারভেজ এবং পার্সোনাল অফিসার মোঃ হাবিবুর রহমান।
দুই পক্ষই ভবিষ্যতে ডিজিটাল পোস্ট সিস্টেম, প্রযুক্তিগত শেয়ারিং, প্রশিক্ষণ এবং আধুনিক ডাকসেবা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া নির্বিঘ্ন করতে Maldives Post নিয়মিত আপডেট, সমন্বয় ও সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
Comments