বাংলাদেশ–যুক্তরাজ্য–মালদ্বীপ ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারে দুই হাইকমিশনার
বুধবার (১০ ডিসেম্বর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম এবং যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো-এর মধ্যে এক সৌজন্য বৈঠকে ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ, যুক্তরাজ্য ও মালদ্বীপের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু—বিশেষ করে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন—নিয়ে মতবিনিময় হয়।
যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো মালদ্বীপে তার কূটনৈতিক অগ্রাধিকারগুলো তুলে ধরে বাংলাদেশের সংস্কৃতি ও বৈশ্বিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রশংসা করেন। জবাবে বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান এবং তাদের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বৈঠকে নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন, প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং মালদ্বীপের জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যৌথ সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বও পুনর্ব্যক্ত করা হয়।
দুই হাইকমিশনার আশা প্রকাশ করেন যে ধারাবাহিক কূটনৈতিক সংলাপ ও ত্রিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরও ফলপ্রসূ হবে এবং অঞ্চলটির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
Comments