মালয়েশিয়ায় যৌন ব্যবসার অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেফতার ১৩৯
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রাণবন্ত বিদেশি পর্যটকদের ভিড় এলাকা জালাল এমবি ও পুডুতে একাধিক স্থানে যৌন ব্যবসার অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ ১৩৯ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন।
রবিবার ( ৭ ডিসেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে (জেআইএম) জালাল এমবি ও জালান পুডুর ১৩ স্থানে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় দোকানগুলোর উপরে ছোট্ট ছোট্ট রুমের মধ্যে। এ গুলোর মধ্যে ২৪ ঘণ্টা যৌন সেবা দেওয়া হতো, প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতি ১২ ঘণ্টা অন্তর ডিউটি পরিবর্তন হত যৌন কর্মীদের।
ছোট কক্ষের মধ্যে একটি করে বিছানা ও একটি করে টয়লেট ছিল। প্রতি গ্রাহককে ৬০ আর এম করে দিতে হত। সেখানে বেশি গ্রাহক ছিলো বিদেশি অভিবাসী কর্মীরা।
গ্রেফতারকৃতদের মধ্যে ১১২ জন নারী এবং ২৭ জন পুরুষ রয়েছে যাদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। গ্রেপ্তারকৃত নারীরা সকলে যৌন কর্মী হিসাবে কর্মরত ছিল বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন ইনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথামান বলেন, একই স্থান থেকে ২০ জন স্থানীয় পুরুষকে গ্রেফতার করেছে, এরা সকলে যৌন ব্যবসার দলনেতা হিসেবে কাজ করত বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত বিদেশীদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩ জন পুরুষ ও ৪২ জন নারী, ভিয়েতনামের ১৭ জন নারী ও আট জন পুরুষ, বাংলাদেশের ৪৩ জন নারী ও ১০ জন পুরুষ, ভারতের ৩ জন পুরুষ ও একজন নারী, শ্রীলঙ্কার একজন নারী, নেপালের তিন পুরুষ ও ১ জন নারী এবং মিয়ানমারের ১ জন নারী।
স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী ১০ থেকে ১৫ টি কক্ষ ছিলো, যেখানে স্থানীয় বাড়ির মালিকরাও জড়িত বলে প্রথমিক তদন্তে জানা যায়।
জেআইএম তদন্ত করে এসব অনৈতিক কর্মকান্ডে কোন সিন্ডিকেট আছে কিনা। গ্রেফতারকৃত স্থানীয় নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে স্থানীয় আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে তার জন্য দ্রুত তদন্ত শুরু করেছে ইমিগ্রেশন বিভাগ।
Comments