সোশ্যাল মিডিয়ায় লাইক বা শেয়ার—হতে পারে অপরাধ
সোশ্যাল মিডিয়ায় না জেনে করা একটি লাইক বা শেয়ারও এখন ফৌজদারি ঝুঁকি তৈরি করতে পারে। স্থানীয় গণমাধ্যম ইলসোলে জানায়, সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ রায়ে ইতালির সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইহুদি বিদ্বেষ, নাজিবাদ সমর্থন বা হলোকাস্ট অস্বীকারকারী যেকোনো পোস্টে লাইক দেওয়া বা শেয়ার করাও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ইতালিতে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী লেখা শেয়ার করায় তার বিরুদ্ধে দেওয়া সাজা সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। আদালত মনে করে, এই ধরনের অনলাইন কার্যক্রম সমাজে ঘৃণা ছড়ানোর হুমকি তৈরি করে এবং আইনের চোখে তা কোনোভাবেই তুচ্ছ নয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এসব ডিজিটাল রিঅ্যাকশন কোনোভাবেই সামান্য আচরণ নয়। বরং সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমিক প্রভাবে এসব বিদ্বেষপূর্ণ বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজে উত্তেজনা, বিভাজন ও সহিংসতার ঝুঁকি সৃষ্টি করে।
রায়ে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি কোনো উগ্রবাদী সংগঠনের আনুষ্ঠানিক সদস্য না হলেও, তার অনলাইন আচরণ যদি সেই সংগঠন বা মতাদর্শকে প্রচার, সমর্থন বা শক্তিশালী করে তাহলে তাও আইনগত অপরাধ হিসেবে গণ্য হবে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার বা লাইক দেওয়ার মাধ্যমে কেউ যদি বিদ্বেষপূর্ণ বার্তা "পুনঃপ্রচার" করেন, তবে সেটির দায়ও সেই ব্যক্তির ওপর বর্তাবে। আদালতের মতে, ডিজিটাল যুগে 'এনগেজমেন্ট'ই হলো বার্তা ছড়িয়ে পড়ার প্রধান চালিকাশক্তি।
বিশেষজ্ঞরা বলছেন, রায়টি শুধু ইতালির জন্য নয় বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্যও সতর্কবার্তা। কারণ ডিজিটাল জগতে কিছু ক্লিকের মাধ্যমেই একটি পোস্ট লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে।
আইনজীবীরা বলেন, আবেগে বা না বুঝে দেওয়া লাইক, বন্ধুর অনুরোধে শেয়ার, বা "মজা করে" করা কোনো রিএকশন। এসবই কখনো কখনো আপনাকে আইনি ঝুঁকিতে ফেলতে পারে, যদি কনটেন্টটি বিদ্বেষমূলক হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আচরণ এখন শুধু ব্যক্তিগত নয়, সামাজিক প্রভাবও সৃষ্টি করতে পারে। তাই যেকোনো রাজনৈতিক, ধর্মীয় বা ঐতিহাসিক সংবেদনশীল বিষয়ে পোস্টে প্রতিক্রিয়া জানাতে গেলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোশ্যাল মিডিয়া শুধু মত প্রকাশের মাধ্যম নয় এখন এটি আইনের আওতাভুক্ত একটি জনপরিসর। ফলে কেবল একটি লাইক বা শেয়ার করলাম মাত্র, এমন যুক্তি আর সুরক্ষার দেয়াল হতে পারে না। ডিজিটাল নিরাপত্তা ও আইনগত সচেতনতার যুগে প্রতিটি ক্লিকই এখন দায়িত্বের অংশ।
Comments