ইতালি মিনি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের রানার্সআপ বাংলাদেশ
ইতালির রাজধানী রোমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৯ম টি–১০ মিনি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। বহু প্রতীক্ষিত এ আয়োজনে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান দল। শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত টানা জয় আর ধারাবাহিক নৈপুণ্যে পুরো টুর্নামেন্টজুড়েই নজর কাড়ে বাংলাদেশ দল। আত্মবিশ্বাসী খেলা, অসাধারণ টিম স্পিরিট ও সংগঠিত পারফরম্যান্সে তারা সবার প্রশংসা কুড়ায়। রানার্সআপ হলেও বাংলাদেশিদের প্রাণোন্মুখ খেলা প্রবাসী দর্শকদের মুগ্ধ করেছে।
ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং A.S.D রোমার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী দল অংশ নেয়। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও রাক রোমা ক্লাব তত্ত্বাবধানে বাংলাদেশ দল অংশগ্রহণ করে এ টুর্নামেন্টে।
বাংলাদেশ দল পুরো টুর্নামেন্টে দাপট দেখালেও যথেষ্ট সুযোগ-সুবিধার ঘাটতি ছিল উল্লেখযোগ্য। টিম ম্যানেজমেন্টর মতে, ভবিষ্যতে প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং আরও ভালো ফলাফল অর্জনে প্রয়োজন দূতাবাস ও কমিউনিটির অধিক সহযোগিতা।
অনেকে মনে করেন, এমন আন্তর্জাতিক মানের আয়োজন প্রবাসী কমিউনিটিতে সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি আগামী প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।
Comments